Back

প্রাইভেসি নোটিস

বাইবেলপ্রজেক্ট

অগাস্ট 2019'এ আপডেট করা হয়েছে

ভুমিকা

আপনার প্রাইভেসিকে বাইবেল প্রজেক্ট সম্মান করে এবং আপনার সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখে। এই প্রাইভেসি নোটিস ("প্রাইভেসি নোটিস") আপনার এবং বাইবেল প্রজেক্ট এবং এর অনুমোদিত সংস্থা, কর্পোরেট পেরেন্ট (গুলি) এবং সহায়ক সংস্থাগুলির (সম্মিলিত ভাবে "বাইবেল প্রজেক্ট", "আমরা", "আমাদের", "কিংবা","আমরা") মধ্যে একটি চুক্তি, যখন আপনি আমাদের ওয়েবসাইট,thebibleproject.com সহ, সোশ্যাল মিডিয়া চ্যানেল, অ্যাপ্লিকেশন, পরিষেবা ব্যবহার করছেন এবং তা বাইবেল প্রজেক্ট ব্যবহারের শর্তাবলী'র একটি অংশ ও সেটি দ্বারা পরিচালিত। 

ব্যক্তিগত তথ্য়

প্রাইভেসি নোটিসে যেমন উল্লেখ করা হয়েছে, "ব্যক্তিগত তথ্য" অর্থাৎ যে তথ্য বিশেষ ভাবে একজন মানুষকে চিহ্নিত করে (যেমন একটি নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, ই-মেল অ্যাড্রেস, ইউসার নেম, কিংবা ক্রেডিট কার্ড নম্বর), কিংবা সেই মানুষের বিষয়ে কোনও তথ্য় যা সরাসরি তার ব্যক্তিগত সনাক্তকরণযোগ্য তথ্য়ের সঙ্গে যুক্ত। ব্যক্তিগত তথ্যের মধ্যে (a) সামগ্রিক তথ্য পড়ে না, অর্থাৎ যে তথ্য আপনার ওয়েবসাইট ব্যবহার করা থেকে সংগ্রহ করছি কিংবা একটি গোষ্ঠী বা পরিষেবার বিভাগ কিংবা ব্য়বহারকারী, যার থেকে একজনের পরিচয় কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সরিয়ে দেওয়া হয়েছে কিংবা (b) অজানা তথ্য যা সরাসরি সেই ব্য়ক্তির সঙ্গে যুক্ত নয়। 

আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার, রক্ষা করা, সুরক্ষিত এবং গোপন রাখার কথা প্রাইভেসি নোটিসে বিস্তারিত লেখা আছে, একইসঙ্গে আপনার সাথে বাইবেল প্রজেক্টের টেলিফোনে  বা মেইলে  বা ব্যক্তিগত ভাবে আলাপ বিনিময় হয়েছে সেসব গোপন রাখার কথাও লেখা আছে।

আমাদের নীতি এবং আপনার তথ্য নিয়ে আমরা কী করি এবং কীভাবে ব্যবহার করি তা বোঝার জন্য অনুগ্রহ করে এই নোটিস মন দিয়ে পড়ুন।

অনুমোদন

এই ওয়েবসাইট ব্যবহার করে, ওয়েবসাইটে একটি ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করে, আমাদের স্টুডিও পরিদর্শন করে কিংবা বাইবেল প্রজেক্টে ব্যক্তিগত তথ্য প্রদান করে, আমাদের প্রাইভেসি নোটিসে আপনি সম্মতি দিচ্ছেন এবং সংগ্রহ ও নিচে বর্ণিত ব্যক্তিগত তথ্যের ব্যবহারেও সম্মতি দিচ্ছেন। আপনাকে জানাতে আমরা পদক্ষেপ গ্রহন করব এবং আপনার কাছে থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার বিভিন্ন পর্যায়ে আপনি সম্মতি দিচ্ছেন তাও নিশ্চিত করব। আপনি যদি আমাদের নীতি ও কার্যক্রমে সম্মতি না জানান, তবে আপনি এই ওয়েবসাইটের বিভিন্ন অংশের সুবিধা নাও পেতে পারেন কিংবা ব্যবহার নাও করতে পারেন।

পরিসর

আমরা যে তথ্য সংগ্রহ করি তার উপরেও এই প্রাইভেসি নোটিস প্রযোজ্য সেই বিষয়ে জেনে রাখুন।

 • আপনি যখন এই ওয়েবসাইট পরিদর্শন করছেন।

 • আপনি যখন আমাদের স্টুডিও পরিদর্শন করছেন।

 • আপনি যখন আমাদেরকে আপনার তথ্য প্রদান করছেন।

 • আপনি যখন একটি ব্যবহারকারীর প্রোফাইল তৈরি বা ব্য়বহার করছেন।

 • যখন আমরা আপনাকে ইমেইল বা অন্যান্য ভাবে যোগাযোগ করছি।

 • পরিষেবা সরবরাহের জন্য আমরা যেসব তৃতীয় পক্ষের সঙ্গে কাজ করি তাদের মাধ্যমে। 

 • আপনি আমাদের পরিষেবা ব্যবহারের সময় অন্য কোনও উপায়ে।

মোবাইল অ্যাপ্লিকেশন, কন্টেন্ট, বা বাইবেল প্রজেক্ট যে ওয়েবসাইটকে চালনা করে না সেরকম ওয়েবসাইট সহ, অন্য কোনও ভাবে আপনার কাছে থেকে সংগ্রহ করা তথ্যের উপর এই নোটিস প্রযোজ্য নয়।

আইনী ভিত্তি

(a)যখন প্রযোজ্য হবে তখন শুধু আমরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করব, আপনার সম্মতিতে কিংবা (b) যদি সেই কাজে আমাদের কোনও আইনি প্রয়োজনীয়তা থাকে। যদি আমরা আপনার সম্মতির উপর ভিত্তি করে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা ব্যবহার করি, তবে কোনও পরিবর্তনের জন্য় আমরা আপনাকে জানাব এবং প্রয়োজনে আপনার কাছে আবার অনুমতি গ্রহন করব।

শিশুদের প্রাইভেসি

বাইবেলপ্রজেক্ট শিশুদের ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে আরও প্রাইভেসি প্রোটেকশন দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। আমরা 16 বছরের কম বয়সী বাচ্চাদের কাছ থেকে সন্তানের বাবা মা বা অভিভাবকের অনুমতি ছাড়া জেনে বুঝে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। যদি 16 বছরের কম বয়সী কোনো শিশু আমাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে সেই শিশুর রেজিস্ট্রেশন করার আগে বাইবেল্প্রজেক্টকে তার বাবা মা বা অভিভাবকদের তরফ থেকে ইমেলে নিশ্চিতকরণ প্রক্রিয়াটির মাধ্যমে অন্তর্ভুক্তির জন্য সম্মতি নিতে হবে। আমরা যদি শিশুটির বাইবেল প্রজেক্টে অন্তর্ভুক্তির অনুরোধের 24 ঘন্টার মধ্যে তার বাবা মা বা অভিভাবকের সম্মতি না পাই তাহলে রেজিস্ট্রেশনের জন্য সেই শিশুর  সরবরাহ করা সমস্ত ব্যক্তিগত তথ্য আমরা ডিলিট করে দেবো। আপনি যদি 16 বছরের কম হন এবং আপনার বাবা মা বা অভিভাবক ওয়েবসাইট রেজিস্ট্রেশন এবং মতামত দেয়ার প্রক্রিয়া সম্পূর্ণ না করে থাকেন,তাহলে বাইবেল প্রজেক্ট আপনাকে এই ওয়েবসাইট ব্যবহার করতে বারণ করবে, ওয়েবসাইটের মাধ্যমে কেনাকাটা করুন বা ডোনেশন দিন, ওয়েবসাইটের পাবলিক মতামত ফিচারটি ব্যবহার করুন, অথবা বাইবেল প্রজেক্টকে যে কোনো ব্যক্তিগত তথ্য সরবরাহ করুন। 

বাইবেল প্রজেক্ট 501(c)(3) একটি অলাভজনক কর্পোরেশন এবং তাই শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন থেকে অব্যাহতি পেয়েছে। যাই হোক, যেসব শিশু আমাদের কন্টেন্ট তথ্য বহুল বলে মনে করে বাইবেল প্রজেক্ট তাদের গোপনীয়তাকে মূল্যায়ন করে। এই গোপনীয়তার বিজ্ঞপ্তির সমস্ত বিধান শিশুদের সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। অল্প বয়েসের কোনো পরিদর্শক কোনো ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়ার  আগে তাদের বাবা মা বা অভিভাককদের সাথে সর্বদা দেখে নেওয়া উচিত এবং আমরা পরিবারগুলিকে ব্যক্তিগত তথ্য অনলাইন এ ভাগ করে নেয়ার আগে তাদের পরিবারের গাইডলাইনগুলি নিয়ে আলোচনা করতে উৎসাহিত করি। 

আপনি যদি বিশ্বাস করেন যে বাইবেল প্রজেক্টে বাবা মা বা অভিভাবকের সম্মতি ছাড়াই 16 বছরের কম কোনো বাচ্চার কাছে থেকে তার সম্পর্কে তথ্য থাকতে পারে বা আপনি যদি আপনার বাচ্চার সম্পর্কে বাইবেল প্রজেক্টের ব্যক্তিগত তথ্য পর্যালোচনা করতে বা মুছতে চান তবে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন এখানেwebmaster@jointhebibleproject.comঅথবা এই টোল ফ্রি নম্বরে (855) 700-9109।

আমরা কিভাবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং ব্যবহার করতে পারি। 

যখন আপনি আমাদের ওয়েবসাইট বা স্টুডিওতে আসেন তখন আমরা আপনার কিছু ব্যক্তিগত তথ্য আপনার কাছে থেকে সংগ্রহ করি। আমরা এই ইনফরমেশন জোগাড় করিঃ 

 • এটি সরাসরি আপনার কাছে থেকে আসে যখন আপনি সেটি দেন। 

 • স্বয়ংক্রীয়ভাবে যখন আপনি ওয়েবসাইট নেভিগেট করেন।  

 • তৃতীয় পক্ষ হতে, তৃতীয়-পক্ষ ওয়েবসাইট সহ। 

দয়া করে মনে রাখবেন আমাদের ওয়েবসাইটে কিছুটা অংশ, অফার  এবং পরিষেবা শুধুমাত্র আপনি রেজিস্টার্ড মেম্বার হলেই পাবেন। আমাদের পরিষেবাগুলি গ্রহণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমানে আপনি আমাদের যে তথ্য সরবরাহ করেন তা সীমাবদ্ধ করে জানাতে আপনাকে স্বাগতম, এবং আপনার সম্পর্কে আমাদের যে তথ্য আছে তা সম্পাদনা করতে আপনি যে কোনো সময় বাইবেলপ্রজেক্ট'কে যোগাযোগ করতে পারেন। দয়া করে মনে রাখবেন, আপনি যদি আপনার ব্যক্তিগত তথ্য আমাদের দিতে অস্বীকার করেন অথবা পরে আপনার সম্মতি তুলে নেন তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করতে সক্ষম হবো না এবং আমাদের পরিষেবা প্রদান করতে পারবোনা 

আপনি আমাদের যেসব তথ্য দিয়েছেন। 

আমরা আপনার ব্যক্তিগত তথ্য সরাসরি আপনার সম্মতিতেই সংগ্রহ করি যখন আপনি আমাদের স্টুডিওতে আসেন অথবা ওয়েবসাইটে আমাদের সাথে আলাপ করেন। আপনি আমাদেরকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন তা হতে পারেঃ

 • যোগাযোগের তথ্য- আপনি যখন আমাদের ওয়েবসাইটে ইলেক্ট্রনিক ফর্মগুলো ভর্তি করেন এবং জমা দেন তখন আমরা আপনার নাম ,টেলিফোন নম্বর,ইমেইল ঠিকানা, ঠিকানা সংগ্রহ করি। আমরা এই তথ্য ব্যবহার করি আপনাকে আমাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করতে, আপনাকে নিউজলেটার পাঠাতে, এবং আপনাকে আমাদের তথ্য, জিনিস এবং পরিষেবা দিতে। আপনি যখন আমাদের ওয়েবসাইটের কোনো সমস্যা রিপোর্ট করেন তখন আমরা কিছু তথ্য জানতে চাইতে পারি। 

 • ব্যবহারকারীদের তৈরি করা কন্টেন্ট- আমাদের ওয়েবসাইটে এমন কিছু ফিচার থাকতে পারে যেটা আপনাকে ব্যবহারের শর্তাবলী সম্পর্কে মন্তব্য ,ফটো ,বা অন্যান্য সামগ্রী পোস্ট করার অনুমতি দেয়। এই ফিচারগুলি এবং আপনার পোস্ট করা কোনো তথ্য বা বিষয়বস্তু আপনার সহমতে সরবরাহ করা হবে কিনা তা আপনার সিদ্ধান্ত। আপনি যদি ব্যবহারকারী হতে পাওয়া কোন তথ্য পোস্ট করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন তবে আমরা আপনার চিঠি পত্রের রেকর্ড এবং কপি রাখতে পারি (ইমেইল আইডি সহ )।

 • পেমেন্ট এর তথ্য- আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট এবং ডোনেশন নিয়ে থাকি। আমরা থার্ড পার্টি পেমেন্ট প্রসেসর ব্যাবহার করি যার নাম স্ট্রাইপ, পেমেন্ট এর লেনদেন করার জন্য। আপনি যখন কোনো অনলাইন পেমেন্ট করবেন তখন ওয়েবসাইট আপনাকে বাইবেলপ্রজেক্ট স্ট্রাইপ পেমেন্ট পোর্টালে নিয়ে যাবে। স্ট্রাইপ পিসিআই অনুমোদিত অনলাইন পেমেন্ট প্রসেসিং পরিষেবা সরবরাহ করে। বাইবেল পেমেন্টের কোনো তথ্য সংগ্রহ, প্রক্রিয়া বা জমিয়ে রাখেনা, কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে হওয়া লেনদেনের রেকর্ড এবং অর্ডার পূর্ণ হওয়ার রেকর্ড রাখতে পারি। আমাদের যদি আপনার অর্ডার প্রসেস করতে কোনো সমস্যা হয় তাহলে আপনার দেওয়া যোগাযোগের তথ্য ব্যবহার করে আমরা আপনার সাথে যোগাযোগ করে নেবো। 

 • ব্যক্তিগত তথ্য- যখন আপনি বাইবেল স্টুডিওতে যান আমরা আপনাকে ভিজিটর ইনটেক ফর্ম পূরণ করতে বলবো এবং আপনি যখন স্টুডিওর ভেতর বিল্ডিঙে প্রবেশ করবেন বা প্রস্থান করবেন তখন আমরা সাইট ও ক্যামেরা ব্যবহার করে আপনার ছবি তুলে নিতে পারি। আমরা এই তথ্য গুলি সংগ্রহ করি আমাদের কর্মচারী এবং ভিজিটরদের নিরাপত্তা নিশ্চিত করতে। এছাড়াও, আপনার আসার কারণের ওপর ভিত্তি করে আমরা আপনাকে আরো একটা ফর্ম পুরন করতে দিতে পারি। ফর্মটি আপনার কাছে থেকে সংগ্রহ করার সময় আমাদের লক্ষ্য এই ফর্মে জানিয়ে দেবো। 

স্বয়ংক্রিয় ডেটা সংগ্রহ প্রযুক্তিগুলির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি। 

আপনি যখন আমাদের ওয়েবসাইটে নেভিগেট এবং আলাপ করেন তখন আমরা আপনার সরঞ্জাম ,ব্রাউজিং তথ্য এবং নিদর্শন সম্পর্কে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে ওয়েবসাইটে আমরা ডেটা সংগ্রহ প্রযুক্তিগুলি ব্যবহার করতে পারি। ওয়েবসাইট বজায় রাখতে ,উন্নত ,প্রচার এবং বিপণনের প্রচেষ্টা পরিমাপে আমাদের বৈধ আগ্রহ অর্জন করতে আমরা এই তথ্য সংগ্রহ করি। আমরা যে স্বয়ংক্রিয় ডেটা সংগ্রহ প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করি তা অন্তর্ভুক্ত করেঃ

 • লগ ফাইল- আমরা আপনার কম্পিউটার থেকে ট্রাফিক ডেটা ,অবস্থানের ডেটা ,লগ এবং অন্যান্য যোগাযোগের ডেটা  এবং আপনি যে ওয়েবসাইট একসেস করছেন ও ব্যবহার করছেন সেগুলির সাথে আমরা আপনার কম্পিউটার থেকে বেনামি এবং প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করি। আমরা আপনার আইপি র ঠিকানা ,অপারেটিং সিস্টেম ,ডিভাইসের ধরণ এবং ব্রাউজারের ধরণ সহ আপনার কম্পিউটার, ডিভাইস এবং ইন্টারনেট সংযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করি। আমরা এই তথ্যটির কোনো নাম দিইনি যাতে এটা কোনো ভাবেই  আপনাকে চিহ্নিত করতে না পারে এবং আপনার ব্যবহারের আচরণ দেখতে পারে। আমরা এই তথ্যটি আমাদের শ্রোতার পরিমান ও ব্যবহারের ধরণগুলি অনুমান করতে, আপনার পছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করি,অভিজ্ঞতা সঞ্চয়ের প্রক্রিয়ার গতি বাড়াই যাতে আমাদের ওয়েবসাইটে ফিরে এলে এটি আপনাকে চিনতে পারে। এই বিশ্লেষণগুলি আমাদের ওয়েবসাইটকে উন্নত করতে এবং আরো ভাল করতে এবং আরো নিজে সংশোধনযোগ্য পরিষেবা সরবরাহ করতে সহায়তা করে।

 • ইমেইল- আমাদের ইমেইল পেয়ে যখন গ্রাহক ইমেইল খুলে ইমেইলটির লিংকের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যাবেন তখন নজর রাখার জন্য একটি এম্বেডেড ট্র্যাকিং কোড থাকে। 

 • কুকি- অন্যান্য বাণিজিক ওয়েবসাইটের মতো আমরাও আমাদের ওয়েবসাইটে কুকি ব্যবহার করি ওয়েবসাইটের ব্যবহার ট্র্যাক করতে। দয়া করে আমাদের কুকি নোটিশ  সম্পর্কে পড়ুন আমরা কিভাবে কুকি ব্যবহার করি তা জানতে।  

আমরা নিজে থেকে যে তথ্য সংগ্রহ করি সেগুলিতে ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত থাকতে পারে, বা আমরা যেন তথ্য পরিচালনা করতে পারি বা অন্যান্য উপায়ে যেসব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি বা তৃতীয় পক্ষের কাছ থেকে প্রাপ্ত হতে পারে। এই তথ্য সাইট ভিজিটর এবং ট্রাফিক সম্পর্কিত সামগ্রিক তথ্যে অন্তর্ভুক্ত হতে পারে। আপনি যদি না চান যে এই অনুচ্ছেদে বর্ণিত আপনার বেনামি এবং প্রযুক্তিগত তথ্য বাইবেলপ্রজেক্ট সংগ্রহ বা ব্যবহার করুক, তবে অবিলম্বে এই ওয়েবসাইটির ব্যবহার বন্ধ করুন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন যেভাবে নিচে বর্ণিত "আপনার ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ"

অন্যান্য যেসব ওয়েবসাইট থেকে আমরা তথ্য সংগ্রহ করি

আমাদের সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন এবং পোস্টগুলির কার্যকারিতা পরিমাপে আমাদের স্বাভাবিক আগ্রহ অর্জন করতে বাইবেলপ্রজেক্ট সোশ্যাল নেটওয়র্কিংয়ের সাইটগুলি (যেমন, ফেসবুক, ইউটিউব বা টুইটার) থেকে আমাদের ওয়েবসাইটে আসা ব্যবহারকারীদের সংখ্যার রেকর্ড রাখি। আপনি যদি কোনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করেন বা অন্যথায় আপনি যদি আমাদের সাথে আপনার অ্যাকাউন্টটি কোনও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সাথে যুক্ত করতে রাজি হন ,তাহলে আমরা এই জাতীয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে আপনার সম্পর্কে ব্যক্তিগত তথ্যও পেতে পারি। অনুগ্রহ করে মনে রাখবেন যে সোশ্যাল মিডিয়া সাইটগুলি থেকে আমরা আপনার যেসব ব্যক্তিগত তথ্য পেতে পারি সেগুলি BP দ্বারা নিয়ন্ত্রিত বা তদারকি করা হয় না। কীভাবে সোশ্যাল মিডিয়া সাইট আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা প্রক্রিয়া করে তা সম্পর্কিত কোনও প্রশ্ন সোশ্যাল মিডিয়া সাইট সরবরাহকারীর কাছে নিয়ে যেতে হবে। আমরা আপনার কাছ থেকে সরাসরি যেসব তথ্য সংগ্রহ করি তার সঙ্গে এই তথ্যটি ধরে রাখতে পারি।

অন্য যেসব উপায়ে আমরা আপনার তথ্য ব্যবহার করতে পারি

আমরা ব্যক্তিগত তথ্যও ব্যবহার করতে পারি, যা আমরা আপনার কাছ থেকে বা আপনার সম্বন্ধে সংগ্রহ করিঃ

 • আমাদের প্রোডাক্ট এবং পরিষেবার  বিকাশ ও উন্নতি ঘটানোর জন্য। 

 • আমাদের ওয়েবসাইট এবং এর বিষয়বস্তু আপনার সামনে উপস্থাপন করার জন্য। 

 • আপনি আমাদের কাছে যে তথ্য, পণ্য বা পরিষেবার অনুরোধ করেন তা আপনাকে সরবরাহ করতে।

 • আরও অন্য যে কোনও উদ্দেশ্যে আপনি এটি দিয়েছেন তা পূরণ করতে।

 • আমাদের দায়িত্বগুলি পালন করতে এবং বিলিং ও সংগ্রহ সহ আপনার এবং আমাদের মধ্যে যে কোনও চুক্তি থেকে তৈরি হওয়া আমাদের অধিকার প্রয়োগ করতে।

 • আমাদের ওয়েবসাইট বা কোনও প্রোডাক্ট বা পরিষেবা যা আমরা প্রদান  বা সরবরাহ করি তার পরিবর্তনের বিষয়ে আপনাকে অবহিত করতে।

 • আমাদের ওয়েবসাইটের পারস্পরিক মতামত বিনিময়ের বিষয়গুলিতে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়ার জন্য। 

 • আপনার গোপনীয়তা রক্ষা করতে এবং এই গোপনীয়তার নোটিশ জারি করতে ।

 • আমাদের অধিকার এবং সম্পত্তি রক্ষা করতে।

 • যদি আমাদের মনে হয় কোন ব্যক্তি বা সংস্থা, যারা আপনার উপরে আঘাত আনতে পারে, বাইবেলপ্রজেক্ট'এ বা অন্যের উপরে, তাদের সনাক্ত করা, যোগাযোগ করা বা আইনি পদক্ষেপ নেওয়া বা আইন, নিয়ন্ত্রণ, আইনি প্রক্রিয়া বা আদালতের আদেশ মেনে চলা জরুরি ।

 • আপনার দেয়া তথ্য কোনও উপায়ে বর্ণনা করতে পারি। 

 • আপনার সম্মতি নিয়ে অন্য কোনও উদ্দেশ্যে। 

বাইবেলপ্রজেক্ট আপনার ব্যক্তিগত তথ্য বা ওয়েবসাইটে আপনার ক্রিয়াকলাপ সংগ্রহ এবং বিশ্লেষণ করতে কুকি বা থার্ড পার্টির ওয়েব বিকন ব্যবহার করতে পারে (যেমন, ক্লিক স্ট্রিম তথ্য, ব্রাউজারের ধরন, সময় এবং তারিখ, যে বিষয় ক্লিক করা হয়েছে বা স্ক্রল করা হয়েছে) আপনার আগ্রহের বিজ্ঞাপন বা ছাড় সনাক্ত করতে সাহায্য করার জন্য। আপনি যদি পছন্দ করেন যে বাইবেলপ্রজেক্ট যাতে আপনার পছন্দসই বিষয়বস্তু এবং বিজ্ঞাপন সরবরাহের জন্য আপনার অনলাইন আচরণের ভিত্তিতে তথ্য ব্যবহার না করে, তাহলে অপ্ট আউট অফ অনলাইন কমিউনিকেশন এর নির্দেশাবলী অনুসরণ করে অনলাইন আচরণগত বিজ্ঞাপনটি থেকে বেরিয়ে যেতে পারেন।

আমরা থার্ড পার্টির থেকে পাওয়া আপনার সম্পর্কে অন্যান্য তথ্যের সাথে পরিষেবার মাধ্যমে আপনার সম্পর্কে সংগ্রহ করা তথ্য একত্রিত করতে পারি। উদাহরণস্বরূপ এবং কোনও সীমাবদ্ধতার ছাড়া, আমরা আপনার অ্যাকাউন্টের জন্য আমাদের রেকর্ডগুলি সঠিক কিনা তা নিশ্চিত করতে আমরা ঠিকানা পরিবর্তন বা অন্যান্য তালিকা পরিষেবা ব্যবহার করতে পারি।

আপনার তথ্যের প্রকাশ

কোনও থার্ড পার্টির কাছে বাইবেলপ্রজেক্ট আপনার তথ্য বিক্রি করবে না। এই গোপনীয়তা বিজ্ঞপ্তি অনুযায়ী,  আমরা আপনার থেকে যেসব তথ্য সংগ্রহ করি বা আপনি আমাদের যেসব তথ্য দেন সেগুলো আমরা প্রকাশ করতে পারিঃ

 • আমাদের সহায়ক ও সহযোগী সংস্থাগুলির কাছে।

 • ঠিকাদার, পেমেন্ট প্রসেসর, পরিষেবা সরবরাহকারী এবং অন্যান্য থার্ড পার্টি কাছে যাদেরকে আমরা ব্যবসায়ীক সাহায্যের কারণে ব্যবহার করি।

 • একত্রিত হওয়া, বিভক্তকরণ, পুনর্গঠন, পুনরায় সংগ্রহ, দ্রবীভূতকরণ, বা বাইবেলপ্রজেক্টের কিছু বা সমস্ত সম্পদের বিক্রি বা স্থানান্তরের ঘটনার ক্ষেত্রে ক্রেতা বা অন্য উত্তরসূরির কাছে, এটি উদ্বিগ্ন উদ্বেগ হিসাবে বা দেউলিয়াকরণ, তরলীকরণ বা এরকম  ক্রিয়াকলাপের অংশ হিসাবে, আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীদের সম্পর্কে বাইবেলপ্রজেক্টের দ্বারা প্রাপ্ত ব্যক্তিগত তথ্য হস্তান্তরিত সম্পদের মধ্যে রয়েছে।

 • গুগল অ্যানালিটিক্সের মতো আমাদের বিজ্ঞাপন এবং অ্যানালিটিক্স পার্টনারদের কাছে। এই থার্ড পার্টির সংস্থাগুলির গোপনীয়তা বিজ্ঞপ্তিগুলি তাদের আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার এবং প্রকাশের ক্ষেত্রে প্রযোজ্য। এই থার্ড পার্টিগুলি এই গবেষণা এবং বা বিশ্লেষণ চালানোর উদ্দেশ্যে আপনার তথ্যের সাথে অন্য গ্রাহকদের তথ্য একত্রিত করতে পারে। আরও তথ্য়ের জন্য অনুগ্রহ করে গুগল অ্যানালিটিক্স অপ্ট-আউট ব্রাউজার অ্যাড-অন 'এ যান। 

 • আপনি যে উদ্দেশ্যে এটি সরবরাহ করেছেন তা পূরণ করতে। উদাহরণস্বরূপ, আপনি যদি আমাদের ওয়েবসাইটের "বন্ধুকে ইমেল করুন" ফিচারটি ব্যবহার করতে আমাদের কোনও ইমেইল ঠিকানা দেন, তবে আমরা সেই ইমেইলের বিষয়বস্তু এবং আপনার ইমেল ঠিকানা গ্রাহকদের কাছে পাঠিয়ে দেব।

 • আপনি যখন আমাদের তথ্য দেন, তখন অন্য কোনও কারণে আমাদের তথ্য প্রকাশ করতে হলে।

 • আপনার সম্মতি নিয়ে। 

আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে পারি।

 • যে কোনও আদালতের আদেশ, আইন, বা আইনি প্রক্রিয়াসহ কোনও সরকার বা নিয়ন্ত্রকের অনুরোধে সম্মতি জানাতে।

 • বিলিং এবং সংগ্রহের উদ্দেশ্য সহ আমাদের ব্যবহারের শর্তাবলি এবং অন্যান্য চুক্তিগুলি জারি বা প্রয়োগ করতে।

 • যদি আমরা মনে করি যে বাইবেল প্রজেক্টের অধিকার, সম্পত্তি বা সুরক্ষা, আমাদের গ্রাহকরা বা অন্যদের সুরক্ষার জন্য প্রকাশ করা প্রয়োজনীয় বা উপযুক্ত।

সামগ্রিক তথ্য

কোনও বাধা ছাড়া আমরা সামগ্রিক বা অসনাক্ত তথ্য শেয়ার করতে পারি। যেসব তথ্য় আমরা শেয়ার করি তা আপনাকে ব্যক্তিগতভাবে সনাক্ত করতে পারবে না। তবে এটি সম্ভব যে তৃতীয় পক্ষের কেউ আপনার সম্পর্কে থাকা অন্য ডেটার সাথে এই সামগ্রিক তথ্য একত্রিত করতে সক্ষম হতে পারে বা তারা অন্য তৃতীয় পক্ষের কাছ থেকে এমন পদ্ধতিতে পেতে পারে যার ফলে তারা আপনাকে ব্যক্তিগতভাবে সনাক্ত করতে পারবে।

আপনার ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ

আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের বাসিন্দা হন, তবে আপনার ব্যক্তিগত তথ্যের বিষয়ে আপনার কিছু অতিরিক্ত অধিকার আছে। আপনি এই অধিকারগুলি প্রয়োগ করে কোনও উদ্বেগ প্রকাশ করতে পারেন বা আমাদের টোল ফ্রি (855) 700-9109 এ যোগাযোগ করে বা webmaster@jointhebibleproject.com এ ইমেইল করে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার সম্পর্কিত অতিরিক্ত তথ্য পেতে পারেন। 


আপনার অধিকার আছে...

এটি আপনার জন্য কী অর্থ বহন করে 

আপনি কী করতে পারেন

আপনার ব্যক্তিগত তথ্যের কীভাবে প্রক্রিয়াকরণ হবে সেই সম্বন্ধে জানুন। 

আমরা কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করব, কী উদ্দেশ্যে এবং অন্য কার কাছে এর অ্যাক্সেস থাকতে পারে সে সম্পর্কে আমরা এই গোপনীয়তার বিজ্ঞপ্তির মাধ্যমে আপনাদের জানাব।

অনুগ্রহ করে এই গোপনীয়তার বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন এবং যদি কোনও প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনার ব্যক্তিগত তথ্যে প্রবেশ করুন।

আপনার অনুরোধের পরে, আমরা আপনাকে আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্যতে প্রবেশাধিকার দেব, যার অর্থ আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের বিষয়গুলি, আমরা এটি কীভাবে সংগ্রহ করি, আমরা কীভাবে এটি ব্যবহার করি এবং এতে কার প্রবেশাধিকার রয়েছে তা জানা যাবে।

আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের বিষয়ে একটি কপি পাওয়ার জন্য আপনি অনুরোধ করতে পারেন। কিছু ক্ষেত্রে,আমাদের অ্যাক্সেসের জন্য আংশিক বা সমস্ত অনুরোধ বাতিল করার  আইনিভাবে অনুমতি দেওয়া হতে পারে বা প্রয়োজন হতে পারে ।

নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে বাধা দিন।

আমরা নির্দিষ্ট পরিস্থিতিতে আইন অনুযায়ী আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণকে আটকে দেব।

আপনি আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণকে আটকাতে অনুরোধ করতে পারেন যদি (i) ব্যক্তিগত তথ্যটি সঠিক না হয়, (ii) প্রক্রিয়াটি বেআইনি, (iii) আমাদের আর ব্যক্তিগত তথ্য প্রয়োজন নেই বা (iv) আপনি আপত্তি করার অধিকারটি ব্যবহার করেন (নীচে দেখুন)।

আপনার সম্পর্কে আমাদের কাছে থাকা ব্যক্তিগত তথ্যটি সংশোধন করুন।

আমাদের প্রক্রিয়া করা আপনার ব্যক্তিগত তথ্যের যথার্থতা নিশ্চিত করতে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার।

যদি আপনি আবিষ্কার করেন যে আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্যটি ভুল বা আপনার ব্যক্তিগত তথ্য পরিবর্তন হয়ে গিয়ে থাকে (উদাহরণঃ নাম বা ঠিকানা পরিবর্তন), তবে দয়া করে আমাদের জানান। আমরা আমাদের রেকর্ডগুলি আপডেট করে দেব।

ডেটা বহনযোগ্যতা।

কিছু পরিস্থিতিতে, আপনার অনুরোধে আমাদের আপনার ব্যক্তিগত তথ্য অন্য সংস্থায় পাঠাবো।

আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্য একটি কাঠামো অনুযায়ী, সাধারণত ব্যবহৃত মেশিন-পঠনযোগ্য ফর্ম্যাটে অন্য সংস্থায় পাঠানোর অনুরোধ করার অধিকার আপনার রয়েছে।

আপনার ব্যক্তিগত তথ্য মুছে ফেলা (বা "ভুলে যাওয়ার অধিকার")।

নির্দিষ্ট পরিস্থিতিতে এবং যেখানে আইন অনুসারে আমাদের এটি করা দরকার, আপনার অনুরোধে আমাদের কাছে থাকা আপনার ব্যক্তিগত তথ্য আমাদের অবশ্যই মুছে ফেলতে হবে। এটি চূড়ান্ত অধিকার নয়। এমন পরিস্থিতি আসতেও পারে যখন আপনার আবেদন আমরা রাখতে পারব না।

আপনার ব্যক্তিগত তথ্য মুছে দেওয়ার ব্যাপারে আপনি আমাদের কাছে আবেদন করতে পারেন। আপনি যদি সেরকম আবেদন করেন, তাহলে আপনার সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য মুছে দেওয়ার আগে আমরা কিছু আইনি, চুক্তিভিত্তিক এবং ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করে দেখব।

আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ব্যপারে বিরোধিতা।

আপনি আপনার ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ব্যপারে বাধা দিলে, আপনার বাধাদানের অধিকারের আগে নির্দিষ্ট আইনি, চুক্তিভিত্তিক এবং ব্যবসায়িক স্বার্থ ও দায়বদ্ধতা বিবেচনা করব।

নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের ব্যপারে বাধা দিতে পারেন। সরাসরি বাণিজ্যিক স্বার্থে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহারের ব্যাপারেও বাধা দিতে পারেন।

স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণের (যে সিদ্ধান্ত কম্পিউটার বা অ্যালগরিদম নেয় এবং মানুষের হাত থাকে না) সিদ্ধান্তের ব্যপারে আবেদন গ্রাহ্য হবে না। 

কিছু ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণের সিদ্ধান্তের ব্যপারে আমরা আপনাকে বাধাদানের অধিকার দেব। স্বয়ংক্রিয় তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং এর সাহায্যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট রেকর্ড রাখতে হয়।

মানুষের অবদান ছাড়া পুরোপুরি কম্পিউটার বা অ্যালগরিদমের স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণের সাহায্যে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে আপনি তাতে বাধা দিতে পারেন।

পূর্ণ আবেদন পাওয়ার 30 দিনের মধ্যে আপনার এই অধিকারের যে কোনও একটির ব্যপারে আপনার আবেদন রক্ষা করব। সেই তথ্যে থাকা কোনও ভুল সংশোধন করার অধিকারও আপনার আছে। মনে রাখবেন আপনার আবেদন রাখার আগে বাইবেলপ্রোজেক্ট'কে আইন অনুযায়ী আপনার পরিচয় পরীক্ষা করতে হয়, যার মধ্যে আপনার থেকে অতিরিক্ত তথ্য নেওয়াও রয়েছে।

মেইলের সাহায্যে বাইবেলপ্রোজেক্ট 501 SE 14th Avenue Portland, OR 97214

ক্যালিফোর্নিয়ার প্রাইভেসি অধিকার

যেহেতু বাইবেলপ্রোজেক্ট তার শেয়ারহোল্ডার বা অন্যান্য মালিকদের সাহায্যে লাভ বা আর্থিক সাহায্যের জন্য তৈরি করা নয়, তাই আমরা ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট মানতে বাধ্য নই  (the "CCPA"; Ca. সিভিল কোডের ধারা 1798.100 - 1798.199 তবে কিছু পরিষেবা প্রদানকারী বা তৃতীয় পক্ষের সঙ্গে আমাদের চুক্তি CCPA'র আওতাধীন হতে পারে। এই ওয়েবসাইটের ব্যবহারকারী, যারা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, তাদের ব্যক্তিগত তথ্যের ব্যপারে কিছু অধিকার রয়েছে, যেমন আমরা কী তথ্য নিয়েছি বা সেই তথ্য কোনও তৃতীয় পক্ষকে বিক্রি করা হয়েছে কি না সেই তথ্য এবং তার বিভাগ জানার অধিকার। (b) যেসব তৃতীয় পক্ষের সঙ্গে ব্যক্তিগত তথ্য ভাগ করেছি তাদের তালিকা; (c) যদি ব্যক্তিগত তথ্য বিক্রি করে থাকি তাহলে সেটা না করতে নির্দেশ দেওয়া; এবং (d) প্রাইভেসি অধিকার প্রযোজ্য থাকলেও সমান পরিষেবা পাওয়ার অধিকার।

অতিরিক্তভাবে, ক্যালিফোর্নিয়ার ধারা 1798.83-1798.84 ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের অধিকার দেয় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্যের ব্যাপারে জিজ্ঞাসা করার যা আমরা বাণিজ্যিক স্বার্থে কোনও সহযোগী সংস্থা এবং/বা তৃতীয় পক্ষের সঙ্গে ভাগ করেছি, এবং সেই সহযোগী সংস্থা এবং/বা তৃতীয় পক্ষের যোগাযোগের তথ্য জানারও অধিকার দেয়।

যদি আপনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হন এবং এই প্রাইভেসি বিজ্ঞপ্তির প্রতিলিপি চান অথবা গ্রহণযোগ্য ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী নিজের অধিকার কাজে লাগাতে চান, তাহলে দয়া করে আমাদের টোল ফ্রি নম্বর (855) 700-9109 কল করুন অথবা ইমেইল করুন webmaster@jointhebibleproject.com  ঠিকানায় এবং বিষয়ের জায়গায় "Request for California Privacy Information" লিখে।

অপ্টিং আউট অফ কমিউনিকেশন্স

যদি আপনি আমাদের হতে শুনতে চান তাহলেই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি। আমাদের যে কোনও ইমেইলের নিচে “আনসাবস্ক্রাইব” লিঙ্কে ক্লিক করে আপনাকে পাঠানো বাইবেলপ্রোজেক্ট'এর যোগাযোগ মডিফাই বা সীমাবদ্ধ করতে পারেন। সরাসরি টোল-ফ্রি নম্বর (855) 700-9109 কল করে বা webmaster@jointhebibleproject.com'এ ইমেইল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার পুরো নাম, ই-মেল অ্যাড্রেস, মেল করার অ্যাড্রেস এবং কী ধরনের তথ্য আপনি পেতে চান না তা নিশ্চিত করুন। যদি চান তাহলে নিম্নলিখিত বিবৃতি আপনার বার্তার সঙ্গে জুড়ে দিতে পারেন।

 • আমি ইমেইল বিজ্ঞাপন পেতে চাই না, বিশেষত পণ্য বা পরিষেবার ব্যপারে আপডেট, বিশেষ প্রোমোশন অথবা আসন্ন ইভেন্ট সম্পর্কে।

আমি সরাসরি ইমেইল বিজ্ঞাপন পেতে চাই না, যেমন পণ্য এবং পরিষেবার ব্যাপারে সাময়িক ক্যাটালগ এবং মেল, বিশেষ প্রোমোশন বা আসন্ন ইভেন্ট সম্পর্কে।

সিগনাল ট্র্যাক করবেন না।

সিগ্নাল ট্র্যাক করবেন না - একটি পছন্দের প্রাইভেসি যা ব্যবহারকারীরা তাদের ওয়েব ব্রাউজারে সেট করতে পারেন। যখন কোনও ব্যবহারকারী সিগনাল ট্র্যাক করবেন না অন করে দেন তখন ব্রাউজার সেই ওয়েবসাইটকে বার্তা পাঠিয়ে ব্যবহারকারীকে ট্র্যাক না করার অনুরোধ করে। ট্র্যাক করবেন না'এর ব্যাপারে আরও তথ্য পেতে, www.allaboutdnt.org'এ যান। এই মুহূর্তে, thebibleproject.com ট্র্যাক করবেন না- ব্রাউজার সেটিংস বা সিগনালের উত্তর দেয় না। এ ছাড়াও, আমরা আমাদের ওয়েবসাইটে অন্য প্রযুক্তিও ব্যবহার করতে পারি যা ইন্টারনেটের সাধারণ নিয়ম মেনে চলে। আপনি সিগনাল ট্র্যাক করবেন না অন করে রাখলেও সেই টুলগুলি আমরা বা কোনও তৃতীয় পক্ষ ব্যবহার করে আপনার এবং আপনার ইন্টারনেট কার্যক্রমের ব্যপারে তথ্য সংগ্রহ করতে পারে।

ইউ এস প্রাইভেসি আইন

এই ওয়েবসাইটের মালিকানা এবং চালনা হয় ইউনাইটেড স্টেটস থেকে। যদি ইউনাইটেড স্টেটসের বাইরে থেকে এই ওয়েবসাইটে অ্যাক্সেস করার চেষ্টা করেন তাহলে যে তথ্য আমরা সংগ্রহ করি তা ইউনাইটেড স্টেটসে থাকা আমাদের সার্ভারে প্রেরিত হবে। ইউনাইটেড স্টেটসের প্রাইভেসি আইন আপনার এলাকার মতো সুরক্ষিত নাও হতে পারে। প্রাইভেসি নোটিসের বর্ণনা অনুযায়ী, আপনি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার সঙ্গে সঙ্গে আমাদের অনুমতি দিচ্ছেন তা বদলি এবং প্রক্রিয়াকরণের জন্য।

তথ্য সুরক্ষা

আপনার ব্যক্তিগত তথ্য যাতে দুর্ঘটনাক্রমে না হারায় বা অস্বীকৃত উপায়ে কেউ অ্যাক্সেস, ব্যবহার, বদল বা প্রকাশ করতে না পারে, তার জন্য আমরা অনলাইন এবং অফলাইন দু’ভাবেই বাণিজ্যিক ব্যবস্থা নিয়েছি। আপনার ব্যক্তিগত তথ্য যাতে প্রকাশ না পায় তার জন্য আমরা শারীরিক, ইলেকট্রনিক এবং প্রক্রিয়াগত সুরক্ষার ব্যবস্থা রেখেছি। এই সুরক্ষার মধ্যে আপনার ব্যক্তিগত তথ্যের ইন-হাউস স্টোরেজ এবং যোগাযোগের তথ্য রয়েছে এবং বাণিজ্যের মান ও এনক্রিপশন অনুযায়ী তথ্য সুরক্ষিত রাখা হচ্ছে। পেমেন্ট এবং আর্থিক তথ্য পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেনে চলে। আমরা বাকি ব্যক্তিগত তথ্য একটি নিরাপদ টোকেন, যা সংরক্ষিত এবং রক্ষণাবেক্ষণ হয় এরকম উপায়ে একটি সার্ভিস প্রদানকারীকে প্রেরণ করি যারা আন্তর্জাতিক সুরক্ষা মান মেনে চলে। আপনার তথ্য যাতে সুরক্ষিত থাকে তার জন্য আমরা প্রতিনিয়ত আমাদের প্রযুক্তি পরীক্ষা এবং উন্নত করে চলি যাতে সেই তথ্যের গোপনীয়তা বজায় থাকে।

আপনার তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা আপনার উপরেও নির্ভর করে। আমরা যখন আপনাকে আমাদের ওয়েবসাইটের বেশ কিছু বিভাগ অ্যাকসেস করার জন্য একটা পাসওয়ার্ড দিয়েছি (বা আপনি নির্বাচন করেছেন), সেটা গোপনীয় রাখা আপনার দায়িত্ব। আমরা আপনার কাছে আর্জি রেখেছিলাম আপনি যেন আপনার পাসওয়ার্ড কারও সাথে শেয়ার না করেন। ওয়েবসাইটে ভিজিট হয়ে যাওয়ার পর মনে করে আপনার অ্যাকাউন্ট লগ অফ করবেন এবং ব্রাউজার উইন্ডোটি বন্ধ করে দেবেন। আপনি যদি কারও সাথে শেয়ারিং'এ অথবা পাবলিক প্লেসে কম্পিউটার ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অন্য কেউ যাতে না অ্যাক্সেস করতে পারে, সেই বিষয়ে এটা নিশ্চিত করে। প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহার প্রসঙ্গে এবং ব্যক্তিগত তথ্য প্রচারের ব্যপারে সজাগ হওয়া উচিত। পাবলিক এরিয়াতে শেয়ার করা আপনার কোনও তথ্য অথবা ইউজার জেনারেটেড কনটেন্ট, সেই ওয়েবসাইটেরই অন্য কোনও ইউজার দেখতে পারে।

দুর্ভাগ্যবশত, ইন্টারনেটের মাধ্যমে পাঠানো তথ্য সম্পূর্ণভাবে নিরাপদ নয়। যদিও আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য আমরা আন্তরিক ভাবে চেষ্টা করব, কিন্তু সেগুলি আমাদের ওয়েবসাইট থেকে অস্বীকৃত কোনও তৃতীয় পক্ষের কাছে ছড়িয়ে পড়লে কোনও নন-পাবলিক ব্যক্তিগত তথ্যের অসৎ উদ্দেশ্যে ব্যবহার হবে কি হবে না, তার গ্যারান্টি আমরা দিতে পারব না। যে কোনও ব্যক্তিগত তথ্যের প্রেরণ আপনাকে নিজের ঝুঁকিতেই করতে হবে। ওয়েবসাইটে থাকা কোনও প্রাইভেসি সেটিংস বা নিরাপত্তা পরিধির ব্যাপারে আমরা দায়ী নই। পরিচিতি গোপনের বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে সেই বিষয়ে তথ্য সংগ্রহের জন্য অনুগ্রহ করে ফেডারাল ট্রেড কমিশনের ওয়েবসাইট'এ যান।

তৃতীয় পক্ষের ওয়েবসাইট এবং বিজ্ঞাপন

এই প্রাইভেসি নোটিশটি শুধুমাত্র বাইবেলপ্রজেক্ট দ্বারা সংগৃহীত তথ্যের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ইউজারদের একরকম পরিষেবা প্রদান করার জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে তৃতীয় পক্ষের কিছু লিঙ্ক দিতে পারি, কিন্তু গোপনীয়তা রক্ষা এবং তথ্য সংগ্রহের ব্যপারে আমরা দায়ী নই, উপরন্তু এতে আমাদের কোনও নিয়ন্ত্রণও নেই। এছাড়া তৃতীয় পক্ষের ওয়েবসাইট দ্বারা সংগৃহীত তথ্যের ব্যবহার নিয়েও আমরা দায়বদ্ধ নই। যে লিঙ্কগুলিতে ক্লিক করলে আপনি এক্সটারনাল ওয়েবসাইটগুলিতে যেতে পারবেন, সেখানে আপনি ওদের প্রাইভেসি নোটিশ এবং প্র্যাকটিসের ব্যপারেই জানতে পারবেন। এই সমস্ত ওয়েবসাইটগুলিকে কোনও তথ্য দেওয়ার আগে আমরা চাইব আপনি এদের প্রাইভেসি নোটিশ পর্যালোচনা করে সেগুলি বুঝে নিন।

ব্যবহারের শর্তাবলী

এই ওয়েবসাইটের ব্যবহারের শর্তাবলীগুলি এই গোপনীয়তা নীতি নির্ধারিত যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। আমরা চাইব আপনি আমাদের ব্যবহারের শর্তাবলী'গুলির সাথে পরিচিত হন।

আমাদের প্রাইভেসি পলিসির পরিবর্তন

আমরা এই প্রাইভেসি নোটিশের যথার্থতা বজায় রাখার জন্য সময়ে সময়ে এটিকে বদলাতে পারি। আমরা যদি কিছু পরিবর্তন করি তবে সংশোধিত নোটিশটি এই পাতায় পোস্ট করা হবে। প্রাইভেসি নোটিশে পরিবর্তনগুলি করার পর যদি আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার করা বা অন্যান্য পরিষেবার সুবিধা নেওয়া বজায় রাখেন, তাহলে আমরা বুঝব পরিবর্তনগুলি আপনি স্বীকার করেছেন। কোনও বিশেষ পরিস্থিতিতে (যা আপনাকে আগে জানানো হয়নি) আপনার থেকে সংগৃহীত তথ্য আমাদের কোনও কাজে ব্যবহার করতে হলে আমরা আপনাকে আপনার প্রদত্ত নম্বরে যোগাযোগ করতে পারি। বিশেষত ব্যক্তিগত তথ্য প্রদান করার আগে, অনুগ্রহ করে মাঝে মধ্যে চেক করুন, জারি করা নোটিশের বর্তমান উদ্দেশ্য কী।

অনুমোদনহীন ব্যবহার

যদি দেখতে পান বাইবেল প্রজেক্টে শিশুদের তথ্য-সহ অস্বীকৃত কোনও তথ্য জমা পড়ছে, তাহলে অনুগ্রহ করে নীচের নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে জানান যাতে আমরা সেগুলি ডিলিট করতে পারি।

যোগাযোগ সম্পর্কিত তথ্য

আপনার ব্যক্তিগত তথ্যের উপর অধিকার প্রয়োগের জন্য আমাদের দ্বারা সংগৃহীত ও ব্যবহৃত আপনার ব্যক্তিগত তথ্যকে প্রশ্ন করুন অথবা এই প্রাইভেসি নোটিশ ও প্রাইভেসি প্র্যাকটিসগুলি সম্পর্কে মন্তব্য করুন। আমাদের সাথে যোগাযোগ করুনঃ

টোল ফ্রীঃ (855) 700-9109

ইমেইলঃ webmaster@bibleproject.com

 

By using this website, I acknowledge that I am 16 years of age or older, and I agree to the Terms and Conditions and Privacy Policy.
Under 16?
Accept
For advanced bible reading tools:
Login  or  Join
Which language would you like?